সরকারের হাজার হাজার কোটি টাকা আমরা নষ্ট করছি: প্রতিমন্ত্রী

জিবি নিউজ 24 ডেস্ক //

সাক্ষরতার হারের তথ্যে সন্দেহ প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আমরা সরকারের হাজার হাজার কোটি টাকা নষ্ট করছি। এই অ আ ক খ শিখায় কোন লাভ নেই। আমাদের শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সবতো চোট্টামি। খোঁজ নেন। এই যে সাক্ষরতার হার এটার সাথে আমি দ্বিমত করি। এই ২৫ শতাংশ নিরক্ষর তাদের খুঁজেই পাওয়া যাবে না। বাংলাদেশ সাক্ষরতায় অনেক আগায় গেছে। তালিকা দেখে হাসি লাগে। হেড মাস্টারদের ঘুষ দিয়ে এই তালিকা তৈরি করছে।

 

বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার কোটি কোটি টাকা দিবে, এই টাকা অপচয় হবে। এটা মেনে নেওয়া যায় না। যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন বিষয়গুলো ভাবেন।

জাকির হোসেন বলেন, অনুষ্ঠান করে ঢাকঢোল পিটিয়ে টাকা খরচ করছি আমরা। যে যেখানে, যে দায়িত্বে আছেন সঠিকভাবে কাজ করেন। কাজ না করে টাকা হালাল হবে না। বাচ্চাকাচ্চা মানুষ হবে না।

তিনি বলেন, আমার এক পরিচিত এসির কাজ শিখে সৌদি আরবে গেছে। সে এখন আট দশজন লোককে খাটায়। কেন? কারণ সে স্কিলড।

উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনি সরকারকে ফাঁকি দিয়ে টাকা নিবেন। কোন সময় বাচ্চারা টাকা নষ্ট করে দিবে টেরও পাবেন না। এক সচিবের পেনশনের টাকা ছেলেরা ভাগাভাগি করে নিয়েছে। কিছুদিন আগে পত্রিকায় এসেছে। এরকম যেন না হয়।

প্রতিমন্ত্রী জাকির হোসেন নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের এমপি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফেরদৌসী ইসলাম, ইউনেস্কো (ঢাকা অফিস) চিফ অব এডুকেশন মিজ হুহুয়া ফান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালক মো. আতিউর রহমান প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন