জগৎপুর বাজার টু অন্তেহরী রাস্তার বেহাল দশা

সালমান আহমদ,

জগৎপুর বাজার থেকে অন্তেহরী রাস্তার এমন এক অবস্তা যা নিজ চোখে না দেখে বুঝার উপায় নাই। চরম পর্যায়ের ভোগান্তিতে পড়েছে কয়েক গ্রামের প্রায় ১০ থেকে ১৫ হাজার বাসিন্দারা। মৌলভীবাজার রাজনগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে এটি। এই এলাকার মানুষের প্রদান জীবিকা নির্বাহের মাধ্যম হচ্ছে কৃষিকাজ, ওই কৃষি পণ্য নিয়ে বিক্রয়ের জন্য প্রতিদিন জেলা শহরে আসতে হয়। কিন্তুু রাস্তার বেহাল দশার কারণে, যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষকরা। ছাএ-ছাএিরাও স্কুল কলেজ এ যাওয়া আসতে পরেন বিপাকে,  চাকরিজীবি ব্যবসাহিরা ও অনেক দুর্ভোগ পোয়াচ্ছেন।  অসুস্থ রোগীদের নিয়ে যেতে অনেক কষ্ট হয়, বিশেষ করে ডেলিভারি রোগীর অবস্থা এতটা খারাপ হয় যা বলার মত নয়। 
এলাকার ভুক্তভোগীদের অভিযোগ প্রায় এক যুগ দরে রাস্তাটি সংস্কার হয়নি ফলে রাস্তার এই বেহাল দশা।
সরেজমিনে গিয়ে দেখা যায় জগৎপুর বাজারের উওর পাশ থেকে অন্তেহরী উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।
এ বিষয়ে ৫নং আখাইলকুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আলাউর রহমান বলেন, আমরা অনেক বার উপর মহলে আবেদন করেছি তারা শুধু আশ্বাস দিয়েছেন। তিনি জিবি নিউজ এর মাধ্যমে সংসৃষ্ট কর্মকর্তা  দের কাছে দাবী জানাচ্ছেন, যাতে রাস্তাটি অতি দ্রুত সংস্কারের প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হয়। এ বিষয়ে মোবাইল ফোনে ৫নং আখাইলকুড়া ইউনিয়নের বর্তমান চ্যায়ারম্যান, জনাব সেলিম আহমদ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে থাকে পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন