জিবিনিউজ 24 ডেস্ক //
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এস্পার।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ড. মার্ক টি এস্পার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।
এ সময় তাদের মধ্যে কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে দীর্ঘ সময় কথা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় মার্ক এস্পার বলেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন