জিবি নিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত (ওসি) মো. শামীম অর রশীদ তালুকদারের সাথে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে শহরের সাগরদিঘি সড়কের প্রেসক্লাবের হল রুমে এ মতবিনিময় সভায় প্রেসক্লাবের সহসভাপতি চৌধুরী ভাস্কর হোমের সভাপতিত্বে বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্তী।
এসময় বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, মাই টিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, যায়যায় দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসকে দাশ সুমন, সিলেট টুডের নিজস্ব প্রতিবেদক হৃদয় দাশ শুভ, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আহবায়ক আবু সিদ্দিক মুসা, শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ প্রমুখ।
মতবিনিময় সভায়, শ্রীমঙ্গলের যানজট, চুরি ডাকাতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলা হয়। পরে ওসি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন