আর্থিক সংকটের কারণে ২ বছর ধরে আটকা পড়েছে দ্বিপীয়া গ্রামে মসজিদের নির্মাণ কাজ

এনামুল হক আলম

মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দ্বিপীয়া গ্রামে নির্মিত হতে যাচ্ছে বায়তুল আমান জামে মসজিদ। যে মসজিদে ৫ টি গ্রামের মানুষ সম্মিলিত হয়ে নামাজ আদায় করবে।
আজ থেকে প্রায় ২ বছর আগে এই মসজিদটির নির্মান বা পাকা করনের কাজ শুরু করা হয়, কিন্তু আজব্দি আর্থীক অবস্থার কারণে বন্ধ রয়েছে মসজিদ টির নির্মাণ কাজ।

গ্রামের মানুষ আর্থিক অসুবিধায় পড়ে যাওয়ায় মসজিদটি পুনঃ নির্মাণ করা হয়ে উঠে তাদের কাছে অসম্ভব। 

বর্তমান সময়ে অনেক দেশী বিদেশী সংস্থা, বিভিন্ন মসজিদ নির্মাণ করে দিচ্ছে তাদের নিজস্ব অর্থায়নে

তাই এ গ্রামের অসহায় মুসুল্লিদের অনুরোদ  সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং এই ধরণের কোনো সংস্থা যদি তাদের সহযোগীতা করেন তাহলে এই অবহেলিত মসজিদটি পুননির্মাণ করতে আর কোনো বাধাই থাকবে না।
  
তারা আরও বলতে চায়, আমরা,মসজিদটি নির্মাণ করতেও পারছি না,নির্মাণ না করেও পারছি না, উভয় সংকটের মাঝ কানে দাঁড়িয়ে বলতে চাই, দয়াশীল, দানভীর হ্রদয়বান মুসলমান ভাই বোনদের কাছে সহযোগিতা কামনা করছি, একটু দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিলে মসজিদটি নির্মান করা সম্ভব হবে,না হয় পড়ে থাকবে আল্লাহর ঘর মসজিদটি অবহেলায় অনাদারে।

যোগাযোগঃ +880 1719-577796 মোঃ রাসেল আহমদ,স্থানীয় ইউপি সদস্য ৮নং ওয়ার্ড

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন