আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

জিবি নিউজ 24 ডেস্ক //

আবারো একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত মার্চ মাসের পর এই প্রথম দেশটি নতুন করে কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। পিয়ংইয়ং দাবি করছে, তার নিজস্ব পানিসীমায় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। শত্রুদের মোকাবেলায় নিজের সামরিক শক্তি বাড়ানোর জন্য নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, দেশের সামরিক বাহিনী দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি ১,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। দুই দিন আগেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।

 

গত মার্চ মাসে উত্তর কোরিয়া এ ধরনের আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল যা ছিল স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

কেসিএনএ বলছে, দেশটির সামরিক বাহিনী আরো একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা শত্রুর আগ্রাসনের মুখে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন