সাতক্ষীরায় এ যাবত কালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস

 রিপোর্টার,সাতক্ষীরা //

সাতক্ষীরায় এযাবত কালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ (২৯ এপ্রিল) ব্কিাল ৩টায় ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় এই তাপদাহে বিশেষ করে বেকায়দায় পড়েছেন শ্রমজীবি মানুষ। তারা তীব্রগরমে কোন কাজ করতে পারছেননা।

আশ্রয় নিচ্ছেন পৌরদীঘির পাড়ের গাছতলাসহ জেলা শহরের বিভিন সুশীতল গাছতলাায়। আবার কেউ কেউ তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে পৌরদিঘীতে দীর্ঘক্ষণ গোসল করছেন। গরমে পিপাসা নিবারনে মানুষের ভিড় বাড়ছে শরবত, ডাব ও আখের রসের দোকান গুলোতে। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন বলেন, আজ বিকাল ৩ টায় সাতক্ষীরার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ১৮ ভাগ।

তিনি আরও বলেন, এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা বলে তিনি আরো জানান। ।##

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন