ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল স্থগিত করা হয়েছে। এক সম্পূরক নির্বাচনী আবেদনে শুনানির পর সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খালেকুজ্জামান।

 

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৫ জুন ভোটের দিন রেখে গত ২৩ এপ্রিল এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

গত ২৫ এপ্রিল এ তফসিল স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করেন দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম।

 

 

ইসির আইনজীবী মো. খালেকুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘হাইকোর্ট উপনির্বাচনটি ২১ দিনের জন্য স্থগিত করেছেন। আদেশটি কমিশনকে জানিয়েছি। নির্দেশনা পেলে এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন