টি-টোয়েন্টিতে হৃদয়ের বড় লাফ, তাসকিন-মেহেদী এগোলেন ৬ ধাপ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আর টাইগারদের সিরিজ জয়ের পেছনে বড় অবদান রয়েছে তাওহিদ হৃদয়ের। তিন ম্যাচের সবগুলোতেই রান পেয়েছেন এই ব্যাটার। প্রথম দুই ম্যাচে ৩৩ ও ৩৭ রানের অপরাজিত ইনিংস, আর তৃতীয় ম্যাচে হৃদয় করেন ৫৭ রান।

তিন ম্যাচে ১২৭ রান করে এখন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হৃদয়। বিশ্বকাপের আগে দারুণ ব্যাটিংয়ে আইসিসির র‍্যাংকিংয়েও বড় ধরনের অগ্রগতি হয়েছে এই ডানহাতির। ২৬ ধাপ অগ্রগতিতে প্রথমবারের মতো সেরা ১০০ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন হৃদয়।

 

বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে ৯১তম অবস্থানে আছেন হৃদয়। তার রেটিং ৩৯১ । আর এই তালিকায় শীর্ষে আছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। তার রেটিং পয়েন্ট ৮৬১।

২য় টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পর জিম্বাবুয়ের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করছেন মাহমুদউল্লাহ ও তাওহিদ হৃদয়

বিজ্ঞাপন

এছাড়া অগ্রগতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদেরও। ২ ধাপ এগিয়ে ৮১তম অবস্থানে আছে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম এই তারকা।

এছাড়া এই সিরিজে দারুণ বোলিং করছেন তাসকিন আহমেদ। ৩ ম্যাচে শিকার করেছেন ৬ উইকেট। এতে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্রাংকিংয়ে ডানহাতি এই পেসার এগিয়েছেন ৬ ধাপ। বর্তমানে র‍্যাংকিংয়ে ২৬তম স্থানে আছেন তাসকিন।

প্রথম টি-টোয়েন্টিতে ক্লাইভ মান্দাদের উইকেট শিকার তুলে নেওয়ার পর তাসকিনের উৎযাপন

 

এছাড়া অগ্রগতি হয়েছে অফস্পিনার শেখ মেহেদীরও। ২ ম্যাচে ৩ উইকেট নিয়ে তিনিও ৬ ধাপ এগিয়েছেন। বর্তমানে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ২২তম স্থানে আছেন মেহেদী।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন